চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন মোমিনপুর ইউনিয়ন পরিষদে ২২ এপ্রিল-২৪ তারিখে
মাসিক মাসিক সভার আয়োজন করা হয় উক্ত সভায়
সভাপতিত্ব করেন জনাব- মোঃ আব্দুল্লাহ আল মামুন
চেয়ারম্যান, মোমিনপুর ইউনিয়ন পরিষদ
উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ সোহরাব উদ্দীন
সহ
সকল ইউপি সদস্যবৃন্দ।
মাসিক সভার কার্যবিবরণী
২নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা ঃ চুয়াডাঙ্গা সদর, জেলা : চুয়াডাঙ্গা।
স্থান : ইউপি কার্যালয়, তারিখ : ২২/০৪/২০২৪ খ্রিঃ, সময় : ১১.০০ ঘটিকা।
সভা নং-
উপস্থিত ব্যক্তিবর্গের নাম :
ক্রঃ নং নাম ঠিকানা পদবী স্বাক্ষর
১ মোঃ আব্দুল্লাহ আল মামুন বোয়ালমারী চেয়ারম্যান সংশ্লিষ্ট হাজিরা রেজিস্টারে সংরক্ষিত
২ মোছাঃ আইরিন বেগম ঐ সদস্য, সংরক্ষিত-১নং ওয়ার্ড
৩ মোছাঃ রত্না আক্তার লতা সরিষাডাঙ্গা সদস্য, সংরক্ষিত-২নং ওয়ার্ড
৪ মোছাঃ সোহাগী খাতুন শৈলগাড়ী সদস্য, সংরক্ষিত-৩নং ওয়ার্ড
৫ মোঃ আব্দুর রাজ্জাক বোয়ালমারী সদস্য, ১নং ওয়ার্ড
৬ মোঃ বাবুল হোসেন ঐ সদস্য, ২নং ওয়ার্ড
৭ মোঃ জাহিদ হাসান মোনিপুর সদস্য, ৩নং ওয়ার্ড
৮ মোঃ শাহিনুর ইসলাম আমিরপুর সদস্য, ৪নং ওয়ার্ড
৯ মোঃ আসাদুল হক কবিখালী সদস্য, ৮নং ওয়ার্ড
১০ মোঃ আক্তারুজ্জান উজ্জল কাথুলী সদস্য, ৯নং ওয়ার্ড
ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অদ্যকার সভার কাজ শুরু হয়।
বিগত সভার আলোচ্যসমুহ পাঠান্তে অনুমোদন :
বিগত সভার কার্যবিবরণী যথাযথভাবে পাঠ করা হয় এবং কোনরুপ পরিবর্তন পরিবর্ধন ছাড়াই উহা অনুমোদন করা হয়।
তীব্র তাপদাহ হতে রক্ষা পেতে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার প্রসঙ্গে :
সভাপতি মহোদয় সকলের অবগতির জন্য জানালেন যে, আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। অস্বাভাবিক রৌদ্রতাপে প্রাণীকুল অতিষ্ট। তাপমাত্রা ৪২ ডিগ্রিী সেলসিয়াস অতিক্রম করছে। যা দেশের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বেশ কিছুদিন যাবত এই তাপমাত্রা অব্যাহত রয়েছে। আরো কিছুদিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। এমতাবস্থায় জনসাধারণের মাঝে সচেতনতা সুষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নি¤œলিখিত বক্তব্যসম্বলিত একটি ভয়েজ রেকর্ড প্রেরণ করা হয়েছে-
তাপদাহের কারনে শরীরের তাপমাত্রা বেড়ে যেয়ে হীটষ্ট্রোক, হীটক্রাম ও হীটটিকচার শর্ট হতে পারে। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিলে হীটষ্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
হীটষ্ট্রোক প্রতিরোধে করণীয়-
দিনের বেলায় অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে।
সম্ভব হলে রোদ এড়িয়ে চলতে হবে।
কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা ও যথাসম্ভব সুতি কাপড় পরিধান করতে হবে।
প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন গ্রহন করতে হবে।
সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করতে হবে ।
বাশি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
দিনের বেলা একটানা শারিরিক পরিশ্রম থেকে বিরত থাকতে হবে।
সম্ভব হলে একাধীকবার ঠান্ডা পানির ঝাপটা নিতে এবং গোসল করতে হবে।
প্রশ^াবের রঙের দিকে নজর রাখতে হবে। তা হলুদ বা গাঢ় হলে পানি পানের পরিমান বাড়াতে হবে।
ঘরের পরিবেশ যাতে অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে
বেশী অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।
উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা সদর মহোদয় অত্র ভয়েজ রেকর্ডটি তাপদাহ বিদ্যমান থাকা পর্যন্ত ইউনিয়নের সকল হাটে, ঘাটে এবং রাস্তায় প্রতিদিন প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের এরুপ উদ্যোগকে অদ্যকার সভায় সাধুবাদ জানানো হয় এবং নির্দেশানুযায়ী তাপদাহ বিদ্যমান থাকা পর্যন্ত বিজ্ঞপ্তিটি প্রতিনিয়িত প্রচারের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
‘আমার গ্রাম আমার শহর’ দর্শন বাস্তবায়ন প্রসঙ্গে :
অদ্যকার সভায় সভাপতি মহোদয় সকলের দৃাষ্ট আকর্ষণ করতঃ সহকারী পরিচালক, স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা মহোদয়ের পত্রাদেশ স্মারক সংখ্যা : ০৫.৪৪.১৮০০.১০৬.৯৯.০২৬.২২-১৭৩ (৪৪) তারিখ : ২১ মার্চ, ২০২৪ খ্রিঃ মোতাবেক জানালেন যে, ‘আমার গ্রাম আমার শহর’ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম অঙ্গীকার। সুতরাং এটি বাস্তবায়নে বিগত ১৫/১২/২০২২ তারিখে অনুষ্ঠিত স্থানীয় সরকার বিভাগের অনুবিভাগ ও অধিশাখা প্রধানদের সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনাসমুহের অগ্রগতি পর্যালোচনা সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে সরকারের এই দর্শন সম্পর্কে ব্যাপকভাবে উদ্ধুদ্ধকরনের সিদ্ধান্তটি অন্যতম।
স্থানীয় সরকারের সর্বনি¤œ প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। একটি গ্রাম, কোন কোন ক্ষেত্রে একাধিক গ্রাম নিয়ে একটি ওয়ার্ড গঠিত হয়। আর একজন সদস্য হচ্ছেন ঐ ওয়ার্ডের জনসাধারণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি। সুতরাং ‘আমার গ্রাম আমার শহর’ দর্শন বাস্তবায়নে একজন ইউপি সদস্যের ভুমিকা অনস্বীকার্য। একজন শহরের নাগরিক যেসকল নাগরিক সুবিধা পেয়ে থাকে, একজন গ্রামের নাগরিক যাতে সেসকল নাগরিক সুবিধা পায় তার যথাযথ ব্যবস্থা গ্রহনই হচ্ছে এই দর্শনের মূল লক্ষ্য। সভাপতি মহোদয় সকল সদস্যকে এই ব্যাপারে পরবর্তি যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহŸান জানান।
সভাপতি মহোদয়ের বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সকল সদস্য সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ দর্শন বাস্তবায়নে সার্বিক সহযোগীতা প্রদানসহ যাবতীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে মতামত ব্যক্ত করন।
শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন করন প্রসঙ্গে :
সভাপতি মহোদয় উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করতঃ জানালেন যে, সরকার কোন শিশু জন্মালে এবং কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে উহার ৪৫দিনের মধ্যে জন্ম বা মৃত্যু নিবন্ধনের উপর অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। এব্যাপারে প্রতিটিা ইউনিয়নে একটি মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারন করে দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা পুরনে ইউনিয় পরিষদে কর্মরত সংশ্লিষ্ট সকলেই যথাসম্ভব চেষ্টা করছে। কিন্তু বেশ কিছু অভিভাবক বা মৃত ব্যক্তি নিকটাত্মীয় গ্রামপুলিশগনের নিকট প্রয়োজনীয় সনদ যেমন শিশুর পিতা/মাতার অন-লাইন জন্ম সনদ এবং মৃতু ব্যক্তির জন্ম সনদ প্রদান বা অন্যান্য তথ্য প্রদানে অনীহা প্রদান করছে। যেকারনে যথাসময়ে জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা যাচ্ছেনা ফলে কোন কোন মাসে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছেনা। এমতাবস্থায় সংশ্লিষ্ট শিশুর অভিভাবক বা মৃত ব্যক্তির নিকটাত্মীয়রা যাতে গ্রামপুলিশগনকে তথ্য প্রদানে সহযোগীতা করেন সেব্যাপারে ইউপি সদস্যগনকে সচেষ্ট হওয়ার জন্য অনুরোধ জানান।
সদস্যগন এই ব্যাপারে পরবর্তি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
ধানের বীজ ও সার প্রদান প্রসঙ্গে :
অদ্যকার অধিবেশনে ইউপিনয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাকিমুর রহমান ও সৌরভ হাসান উপস্থিত আছেন। জনাব হাকিমুর রহমান জানালেন যে, সরকার ধান উৎপাদনে কৃষকদেরকে উদ্বুদ্ধ করনে অত্র ইউনিয়নে ৮ শত জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছেন। তিনি প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়নে সকলের দৃষ্টি আকর্ষন করেন।
সভাপতি মহোদয় সকল ইউপি সদস্যদেরকে স্ব, স্ব ওয়ার্ড হতে ্ ধান রোপনে আগ্রহী প্রকৃত কৃষকদের তালিকা প্রদানের জন্য অনুরোধ জানান। সদস্যগন অতি দ্রæত কৃষকদের তালিকা দাখিল করবেন বলে মতামত ব্যক্ত করেন।
আইন শৃংখলা বিষয়ে আলোচনা :
অদ্যকার সভায় ইউনিয়নের সার্বিক আইন শৃংখলা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জানা যায় বর্তমানে অত্র ইউনিয়নের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার। এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভাপতি মহোদয় সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
অদ্যকার অধিবেশনে আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা ভঙ্গ করার অনুমতি প্রদান করেন।
স্বাঃ/অস্পষ্ট
সভাপতি
স্মারক নং- ৪৬.৪৪.১৮২৩.০০০.১৪.০০৪.২৪-৩৪ (২) তারিখ ঃ - ২৮/০৪/২০২৪ খ্রিঃ।
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরিত হলো।
১। জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।
২। উপজেলা নির্বাহী অফিসার, চুয়াাডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
(মোঃ আবদুল্লাহ আল মামুন)
চেয়ারম্যান
মোমিনপুর ইউনিয়ন পরিষদ
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস