Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

অত্র মোমিনপুর ইউনিয়নে প্রখ্যাত ব্যক্তি বিশু শাহ্ ছিলেন একজন মরমী বাউল সাধক । তিনি বাংলা ১৩৪৬ সালের ২০শে ফাল্গুন মৃত্যুবরণ করেন । তার মৃত্যুর পর থেকেই প্রতি বছর ২০শে ফাল্গুন মাজার শরীফে ওরশ মোবারক ও বাউল মেলা অনুষ্ঠিত হয় । ওরশ মোবারক ও বাউল মেলা তিন দিন ব্যাপী হয়ে থাকে । মাজার শরীফে একটি বাউল একাডেমী গড়ে উঠেছে । একাডেমীতে নিয়মিতভাবে সঙ্গীত শিক্ষা দেওয়া হয়ে থাকে । সঙ্গীত শিক্ষা নিয়ে অনেকে দেশ বরেন্য শীল্পির খ্যাতি অরজন করেছে ।

কিভাবে যাওয়া যায়:

চুয়াডাঙ্গা জেলা শহরের আলমডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাস, রিক্সা/ভ্যান অথবা ইজি বাইকে চড়ে জেলার উত্তর দিকে ৫.৫ কি:মি: এসে পিটিআই নামক স্থানে নেমে রিক্সা অথবা ভ্যানে চড়ে পূর্ব দিকে ২ কি:মি: পথ আসলেই গন্তব্য স্থানে পৌছে যাওয়া যাবে ।