Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরিষাডাঙ্গা বিশু শাহ্ মাজার শরীফ
স্থান
সরিষাডাঙ্গা, মোমিনপুর, চুয়াডাঙ্গা
কিভাবে যাওয়া যায়
চুয়াডাঙ্গা জেলা শহরের আলমডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাস, রিক্সা/ভ্যান অথবা ইজি বাইকে চড়ে জেলার উত্তর দিকে ৫.৫ কি:মি: এসে পিটিআই নামক স্থানে নেমে রিক্সা অথবা ভ্যানে চড়ে পূর্ব দিকে ২ কি:মি: পথ আসলেই গন্তব্য স্থানে পৌছে যাওয়া যাবে ।
বিস্তারিত

বিশু শাহ্ ছিলেন একজন মরমী বাউল সাধক । তিনি বাংলা ১৩৪৬ সালের ২০শে ফাল্গুন মৃত্যুবরণ করেন । তার মৃত্যুর পর থেকেই প্রতি বছর ২০শে ফাল্গুন মাজার শরীফে ওরশ মোবারক ও বাউল মেলা অনুষ্ঠিত হয় । ওরশ মোবারক ও বাউল মেলা তিন দিন ব্যাপী হয়ে থাকে । মাজার শরীফে একটি বাউল একাডেমী গড়ে উঠেছে । একাডেমীতে নিয়মিতভাবে সঙ্গীত শিক্ষা দেওয়া হয়ে থাকে । সঙ্গীত শিক্ষা নিয়ে অনেকে দেশ বরেন্য শীল্পির খ্যাতি অরজন করেছে ।